নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রসাশক রাব্বি মিয়া বলেছেন, ডাক্তাররা, সব কিছু টাকার বিনিময়ে চিন্তা করবেন না। ডাক্তারি কোন পেশা না, এটা সেবা করার নেশা। রবিবার (৭ এপ্রিল ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ডাক্তারি ও নার্সিং পেশাকে কোন বেতন বা গ্রেড দিয়ে পরিমাপ করা যায় না। এই পেশাকে সেবক দিয়ে পরিমাপ করতে হবে। তাই এই মহৎ পেশাটাকে কখনো টাকা বা গ্রেড দিয়ে পরিমাপ করবেন না। নিজেকে সেবক হিসেবে নিয়োজিত করবেন।
জেলা প্রসাশক বলেন, বাংলাদেশ সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকার বর্তমানে জিডিপির ০.৯২ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয় করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ২ হাজার সনে বাংলাদেশের গড় আয়ু ৬৫.৩ বছর ছিল যা ২০১৭ সনে ৭২ বছরে উন্নীত হয়েছে। ২০১৫ সনে প্রতি এক লাখে মাতৃ মৃত্যু ছিল ১৭৬ জন যা, ২০১৭ সনে দারিয়েছে ১৭২জন। ২ হাজার সনে প্রতি হাজারে ৫ বছরের নিচে শিশু মৃত্যুর হার ছিল ৮৮ জন যা ২০১৭ সনে ৩১ জনে নেমে এসেছে। আমাদের দেশ স্বাস্থ্যখাতে এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন আসাদুজ্জামানে এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদি সিদ্দিক, এছাড়াও অন্যান্য কর্মবকর্তাবৃন্দ।