টিম প্রমিজ বনাম অপারেশন ডেঙ্গু প্রতিরোধক কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : টিম প্রমিজ বনাম অপারেশন ডেঙ্গু এর শুভ উদ্ধোধন করা হয়েছে নাসিক ১৩ নং ওয়ার্ডে। নারায়ণগঞ্জ যুবলীগ নেতা ফয়েজের মহতি উদ্যোগে এই কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথ সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ আহাম্মেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. ওয়াজেদ আলী খোকন(পি.পি.),সিনিয়র শিক্ষা অফিসার মহিউদ্দিন মিয়া, আমরা নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক এবং গলাচিপা পঞ্চায়েত কমিটির সভাপতি নাছিরউদ্দিন মন্টু, টাইম টু গিভের কর্নধার বন্ধু রাজিব, ডা. মিজান, মানব কল্যান পরিষদের সভাপতি মান্নান, সংগঠনের সাধারণ সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক বিপ্লব, কার্য্করী সদস্য উত্তম, ইউনুস, বাবু, হিরা, মুকুল, মনা এবং টিমের সদস‍্যরা সহ এলাকার যুব সমাজের একটি অংশ।

add-content

আরও খবর

পঠিত