টিম খোরশেদ এর ১ দিনে ৩ দাফন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর থানার ফরাজীকান্দা ঢালীবাড়ীর বাদল মিয়া করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১২ই এপ্রিল সোমবার রাত ১০ টায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন )। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা ১৩ই এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টায় মরহুমের গোসল ও জানাজা  সম্পূর্ণ করে তাদের পারিবারিক কবরাস্তানে দাফন সম্পূর্ণ করেছেন। উল্লেখ্য যে মরহুম বাদল মিয়া মিয়া বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম সাগর এর ছোট ভাই।

১৩ই এপ্রিল মঙ্গলবার দুপুর ২ টায় পশ্চিম দেওভোগ নিবাসী শিরিন আক্তার (৪৮) করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা বিকাল ৫ টায় মরহুমার গোসল ও জানাজা  সম্পূর্ণ করে। মরহুমাকে বাদ তারাবিহ পাইকপাড়া কবরাস্তানে  দাফন করা হবে।

বাদ মাগরিব জামতলা নিবাসী নারগীস সুলতানা করোনা আক্রান্ত হয়ে পপুলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদের স্বেচ্ছা সেবকরা বাদ তারাবিহ মাসদাইর কবরস্থানে দাফন সম্পূর্ন করেন। উল্লেখ্য যে, নার্গিস সুলতানাকে ১৩ই এপ্রিল মঙ্গলবার দুপুরে টিম খোরশেদের মাধ্যমে প্লাজমা ডোনেশন করা হয়।

১৩ই এপ্রিল মঙ্গলবার টিমে ছিলেন রোজিনা আক্তার ইউপি মেম্বার, রানা মুজিব, আনোয়ার মাহমুদ বকুল, নাজমুল করিব নাহিদ, হাফেজ শিব্বির, আলী সাবাব টিপু, হাফেজ রিয়াদ, আনোয়ার হোসেন, মো. শহীদ, সুমন দেওয়ান ও ইসতিয়াক খন্দকার নকীব ।
নার্গিস সুলতানা (মেলা ফুড ভিলেজের মালিক) করোনা আক্রান্ত হয়ে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৩ই এপ্রিল মঙ্গলবার দুপুরে টিম খোরশেদের মাধ্যমে প্লাজমা ডোনেশন করা হয়। ১৩ই এপ্রিল মঙ্গলবার সকাল থেকে রাত ৮ পর্যন্ত ৬ জনকে ফ্রি অক্সিজেন সার্পোট দেওয়া হয়েছে ও ২ জনকে ফ্রি এম্বুলেন্স সার্পোট দেওয়া হয়েছে।

add-content

আরও খবর

পঠিত