নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : টিটু ও সজলের নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করে মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও প্রমিজ মাদক বিরোধী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শাহ্ ফয়েজ উল্লাহ ফয়েজ বলেছেন, আজকে এমন দুই জন মানুষের নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে যাদের সম্পর্কে নারায়ণগঞ্জের এমন কেউ নাই যে তাদের ব্যক্তিগত পরিচয় সম্পর্কে জানে না । একজন হচ্ছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রির তিনবারের পরিচালক, নারায়ণগঞ্জ ক্লাবের দুইবারের সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু আরেকজন হচ্ছে এনসিসিআইএর পরিচালক, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর তিনবারের সভাপতি এবং নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল। প্রতিবাদের ভাষা আমার নেই তারপরেও আমি বলতে চাই, ওনাদের সামাজিক কিংবা রাজনৈতিকভাবে এমন কোনো বদনাম নেই যে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে। ৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় জামতলাস্থ হিরা কমিউনিটি সেন্টারে বৃহত্তর জামতলা মাদক নির্মূল কমিটি ও প্রমিজ মাদক বিরোধী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি শাহ্ ফয়েজ উল্লাহ ফয়েজ এ সকল কথা বলেন।
তিনি আরো বলেন, তানভীর আহমেদ টিটু ছোট বেলা থেকেই বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। সে কখনো কোনো রাজনীতিতে জড়ায় নাই। তার একটাই অপরাধ সে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের শ্যালক। যে ব্যাক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পরে , উচ্চস্বরে কোনো দিন কোনো কথা বলে না সে ব্যাক্তির এমন কাজ করার কোনো প্রশ্নই উঠে না। তার এমন দিনও আসেনি তাকে এরকম কাজ করে পয়সা উর্পাজন করা লাগবে। তারমতো সৎ এবং মিষ্টিভাষী লোক এই নারায়ণগঞ্জে খুবই কম। আর সজল ভাইয়ের যে বিষয়টা তা বুঝাই যাচ্ছে এটি একটি ভিত্তিহীন এবং বানোয়াট বিষয়। যদি তার সাথে সজলের শত্রুতাই থাকে তাহলে তার অভিযোগের প্রথমেই সজলের নাম থাকার কথা কিন্তু ঘটনার এতোদিন পরে কেন সজলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।
প্রতিবাদ সভায় ফয়েজ উল্লাহ ফয়েজ বলেন, প্রশাসনের শত্রু নই আমরা। আমরা এদেশের নাগরিক। আমরা সমাজের উন্নয়ন চাই। প্রশাসনিকভাবে যিনি এসেছেন তাকে আমরা সাধুবাদ জানাই এমন একটি সফল অভিযানের জন্য। কিন্তু গণতান্ত্রিকভাবে তাকে অনুরোধ জানাই, টিটু এবং সজলের মত লোককে যদি মিথ্যা অপপ্রচার চালিয়ে যদি হয়রানি এবং মানহানী করা হয় তাহলে ভবিষ্যতে সমাজে ভালো মানুষের আর অস্তিত্ব থাকবে না। আপনারা সত্যিকে সত্যি বলুন। যে ভালো তাকে ভালোর মত থাকার ব্যবস্থা করে দিন। রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা না করতে পারে সেদিকেও আপনারা একটু লক্ষ্য রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইয়ের সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সাবেক সভাপতি রাশেদ মোশারফ, জামতলা পঞ্চায়েত মসজিদের সভাপতি হাফেজ কামাল, ব্রাদার্স রোড পঞ্চায়েত কমিটিক সাধারণ সম্পাদক শাহ্জাদা সরকার, জামতলা পঞ্চায়েত মসজিদের সাধারণ সম্পাদক লুৎফর রহমান শাহিন, মহিউদ্দিন প্রধান দেলা, আব্দুল গফুর রাজা, মুজিবুর রহমান আকন্দ, সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান নান্নু প্রমুখ।