টিকার ওপর না, আল্লাহ্‌র ওপর ভরসা করতে হবে : এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : টিকার ওপর না, সৃষ্টিকর্তা আল্লাহ্‌র ওপর ভরসা করতে হবে। করোনার ভ্যাকসিন প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, এই টিকা দিলেই করোনা ঝুঁকিমুক্ত বা নিরাপদ ভাবলে চলবে না। টিকার উপর ভরসা না করে মহান সৃষ্টিকর্তার ওপর ভরসা করতে হবে। টিকা দেওয়ার পরেও সবাইকে সতর্কতা অবলম্বনসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শামীম ওসমান। ১২ জানুয়ারি মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্বল্প সময় ও খরচে করোনার র‌্যাপিড এন্টিজেন টেস্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, পৃথিবী যখন করোনায় বিদ্ধস্ত। আমরা তখন মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হতে যাচ্ছি। উন্নত বিশ্বের সুইজারল্যান্ড, কানাডা, ইউরোপ, আমেরিকার মত বড় বড় দেশগুলো আমাদের জ্ঞানের পাঠ পড়াতো। এখন তাদের দেশ তছনছ হয়ে যাচ্ছে। আমাদের দেশের ডাক্তার নার্স এবং সাধারণ মানুষরা আল্লাহর রহমতে চেষ্টা করেছে করোনাকে মোকাবিলা করতে এবং সফল ভাবে তা মোকাবিলা করতে পেরেছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, করোনার মত অনেক বিষাক্ত জিনিস দেশে ঢুকে পড়েছে এদের চোখে দেখা যায় না। এই বিষাক্ত পদার্থগুলো দেশকে ধ্বংস করতে চায়। অন্যান্য আপদের মত করোনাও চলে যাবে। কিন্তু এই বিষাক্ত পদার্থগুলো যদি সিরিয়া লেবানন ইরাকের মত বাংলাদেশকে ধ্বংস করে ফেলে তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ জাহান্নামে পতিত হবে ৷ তাই এক্ষেত্রে আমাদের সকলকে দল মত নির্বিশেষে এক থাকতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে শামীম ওসমান বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ নয়। শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ। তার জন্য দোয়া করবেন তিনি যেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে এ দেশকে সোনার বাংলাদেশে রুপান্তরিত করতে পারেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামছুদ্দোহা সরকার সঞ্চয় জানান, বর্তমান পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার ফলাফল পেতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় লেগে যায়। তবে আধুনিক প্রযুক্তির এই র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা দেওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে ফলাফল প্রদান করা যাবে। এই টেস্ট সঠিক রিপোর্ট দেয় এবং এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত ও প্রমাণিত হয়েছে।

র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ক্ষেত্রে পিসিআর ল্যাবের পরীক্ষার সমান ফি ১০০ টাকাই নেওয়া হবে। নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতাল থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। যাদের দ্রুত ফলাফল প্রয়োজন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষা চলবে।

এদিকে র‌্যাপিড এন্টিজেন টেস্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের পরিশেষে এমপি শামীম ওসমান হাসপাতালের করোনার চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে নিজের নমুনা পরীক্ষা করান।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সুপারিনডেন্ট ডা. আবুল বাশারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. দেবাশীষ সাহা, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিধান চন্দ্র পোদ্দার, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা.সামসুদ্দোহা সঞ্চয় সহ প্রমুখ ৷

add-content

আরও খবর

পঠিত