নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর টানবাজারে ২০ লিটার দেশীয় তৈরি এ্যালকোহলসহ রামসুন্দর (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নগরীর টানবাজার এসএম মালেহ রোড এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত রামসুন্দর (৫০) থানা পুকুর পাড় সংলগ্ন মেথর পট্টি সিটি কলোনীর মৃত বিশ্ব নাথের ছেলে।
র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, আটককৃত রামসুন্দরের কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি এ্যালকোহল ও মাদক বিক্রির নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, রামসুন্দর তার নিজ এলাকায় দীর্ঘদিন যাবত দেশীয় তৈরি এ্যালকোহল বিক্রয় করতো এবং তার বিরুদ্ধে জেলার সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।