নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : জোর করে কাউকে রেলওয়ের জায়গা দখল করতে দেয়া হবে না এমন মন্তব্য করে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়ের জায়গা মানুষ দখল করে রেখেছে, তা অবৈধ। আমাদের রেলওয়ের উন্নয়ন করার পরে অতিরিক্ত জায়গা থাকলে, কেউ যদি মার্কেট করতে চান, সরাসরি মালিক রেলওয়ের কাছ থেকে লিজ নিতে হবে। এছাড়াও কেউ যদি মনে করেন আপনি এলাকার মাস্তান, রাজনৈতিক নেতা। রেল এর টাকা উঠিয়ে খাবেন তা হবে না। ২৩ অক্টোবর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চাষাড়া ও ১ নং রেল ষ্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এরআগে রেলওয়ের জায়গায় শহরের দেওভোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণাধীন শেখ রাসেল পার্ক এর কাজ বন্ধ করে দেয়ার নির্দেশ দেন মন্ত্রী। ওইসময় ২১ জনকে আটক করা হলে এরমধ্যে দুইজনকে নিয়মিত মামলা দেয়া হয় এবং বাকিদের ছেড়ে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও অন্যান্য রেলওয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।