জেলা রিটার্নিং অফিসারের কাছে খোকা মোল্লার মনোনয়ন জমা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ- ফতুল্লা) আসনের জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২৮ নভেম্বর বুধবার বিকাল সাড়ে ৪ টায় জেলা রিটার্নিং অফিসার রাব্বী মিয়ার কাছে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে সালাউদ্দিন খোকা মোল্লা বলেন, নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ- ফতুল্লা) আসনে এখনো জাতীয় পার্টির অবস্থান আগের চেয়ে অনেক শক্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়ে আসব। দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীরা আবারো রাজনীতির মাঠে নেমেছে নাঙ্গলকে জয়ী করার জন্য। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ যগ্য মনে করে আবারো আমাকে মনোনয়ন দিয়েছে। উপর আল্লাহর পাশা পাশি ফতুল্লার জনগণ পাশে থাকলে নাঙ্গলের বিজয় হবেই ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সদর উপজেলার সদস্য সচিব কাজী দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার সি: যুগ্ন আহবায়ক আহবায়ক আলমগীর আহম্মেদ আলম, কাশিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মশিউর রহমান মুকুল, ফতুল্লা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মম শাহীন, কুতুবপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ড: আব্দুর রহমান, ড: সিদ্দিক, ড: গাঙ্গুলী, অকিল উদ্দিন অকু, মো.আনিছ ও  প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত