নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহামারী করোনাভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে দ্বিতীয়বারের মত স্বামী পরিত্যক্ত, বিধবা, দুস্থ, অসহায়, কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক সহ ৩০০ জন অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ। ২১ই এপ্রিল বুধবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটের ভিতরে ছিলো উন্নতমানের ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি পেয়াজ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা ভাইরাস সংক্রামন রোধে সরকারের দেয়া লকডাউনে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। তবে এই সরকারের আমলে কোন পরিবার না খেয়ে থাকবেনা। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের নিজেস্ব তহবিল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর আগে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনমজুর, অসহায় ও খেটে খাওয়া পরিবারের মাঝে এাণ বিতরণ করা হয়েছিল। এ ধরনের সহযোগীতা জেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান থাকবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে ধারাবাহিকভাবে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ইতিপূর্বে অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ ছাড়াও গভীর রাতে রান্না করা সেহেরিও বিতরণ করেছি। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম বেপারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তোফাজ্জল হোসেন এবং নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরাসহ আরো অনেকে।