নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণায় ঘাম ঝড়াতে শুরু করেছে আওয়ামী লীগ সমর্থিত জুয়েল-মোহসিন প্যানেল। এ উপলক্ষে সর্মথন দিতে প্রচারণায় মাঠে নেমেছে সংরক্ষিত আসনের এমপি এড. হোসনে আরা বাবলী ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু। বুধবার (১৬ ই বুধবার) দুপুরে তাদের নিয়ে আওয়ামী প্যানেলের আইনজীবীরা আদালত ভবনের চত্ত¡রে আইনজীবীদের কাছে ভোট চান। এরপর আইনজীবী প্যানেলদের সাথে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করা এড. হাসান ফেরদৌস জুয়েল।
এড. জুয়েল বলেন, আমাদের ডিজিটাল বার ভবন নির্মাণের জন্য ৫ কোটি টাকা সংগ্রহ করেছি। যার মাধ্যমে আমাদো স্বপ্নের বার ভবন প্রতিষ্ঠা করা হবে। যদি বিল্ডিংটা হয়ে যায় তাহলে আমরা আমাদের যে জায়গা নিয়ে সমস্যা ছিলো তা থেকে উত্তরণ পাবো। তাই সকল আইনজীবীদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাকে ভোট দেন। ১ থেকে শুরু করে ১৭ নাম্বার প্রার্থীকে নির্বাচিত করেন আমরা আপনাদের পূর্ণ বার এবং স্বচ্ছ, সৎ ও আধুনিক বার উপহার দিব। যা বাংলাদেশের মধ্যে উদাহরণ হয়ে থাকবে।
এ সময় তিনি বিএনপি সমর্থিত প্যানেলের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা শুধু মুখের কথায় নয় কাজও করেছি। আমরা এর আগের নির্বাচনে বলেছিলাম আমাদের ভোট দিলে ডিজিটাল বার ভবন দিব। আমাদের ভোট দেন কোর্ট একসাথে রাখবো। আমরা প্রত্যেকটা কাজ করেছি। এখন বিল্ডিং তো আর ছয়মাসে করা সম্ভব না। অতএব তাদের কাছে আমাদের নিবেদন থাকবে রাজনীতি বাইরে রাখেন আইনজীবীদের স্বার্থ দেখেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থী ছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী আলী আহমদ ভূইয়া, সহসভাপতি পদে প্রার্থী বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ পদে প্রার্থী আব্দুর রউফ মোল্লা, আপ্যায়ন সম্পাদক পদে প্রার্থী মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে প্রার্থী সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী সাজ্জাদুল হক সুমন, সমাজসবা সম্পাদক পদে প্রার্থী রাশেদ ভূইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক পদে প্রার্থী স্বপন ভূইয়া এবং কার্যকরী পাঁচটি সদস্য পদে প্রার্থী আনোয়ার হোসেন ভূইয়া, নুসরাত জাহান তানিয়া, মোহাম্মদ মশিউর রহমান, আব্দুল মান্নান ও হাসিবুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।