জুয়েল-মোহসীনের জয় জয়কার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নেতৃত্বাধীন জুয়েল-মোহসীন প্যানেলের নিরঙ্কুশ বিজয় লাভ । জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭ পদের বিপরীতে একজন সদস্য ছাড়া বাকি ১৬ পদেই জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।

ব্যপক উৎসাহ উদ্দিপনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনে ৯২৬জন ভোটারের মধ্যে  ৯১০ জন আইনজীবী তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। জেলার জজ কোর্টের ৩য় তলায় অর্থ ঋণ আদালতে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিকাল ৫টা থেকে শুরু হয় ভোটগণনা। এবারের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের ১৭ জন ও বিএনপি সমর্থিত প্যানেল থেকে ১৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্যফ্রন্ট প্যানেলে বিজয়ী হয়েছেন কার্যকরী সদস্য পদে আহসান হাবীব।

২৪ জানুয়ারি দিবা গত রাত দেড়টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর আদালতপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠতে শুরু করেন। সমিতির বর্তমান মেয়াদে ১৭ পদের বিপরীতে সভাপতি ও সেক্রেটারী সহ ৬ পদে আওয়ামী লীগ এবং সহ সভাপতি সহ ১১ পদে বিএনপির আইনজীবীরা জয়ী হয়েছিলেন। কিন্তু এবারের নির্বাচনে বিএনপির বড় ধরনের পরাজয় ঘটে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহসীন মিয়া, সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট আহাম্মদ ভূইয়া, সহ সভাপতি পদে অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো: মাহাববুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মো: মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মাসুদ রানা, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট রাশেদ ভূইয়া ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট স্বপন ভূইয়া। সদস্য পদে বিজয়ীরা হলেন অ্যাডভোকেট নুসরাত জাহান তানিয়া, অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট আব্দুল মান্নান ও অ্যাডভোকেট হাসিবুর হাসান রনি।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের  দিন ক্যাম্পগুলোতে প্যানেলের সমর্থক আইনজীবীরা ছাড়াও রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলন মেলার সৃষ্টি হয়। এ সময় আওয়ামী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীদের পক্ষে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন থোকা,  নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন সাবু, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম,  সিরাজ মন্ডল, পরিবহন বাস মালিক নেতা সানাউল্লাহ, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, যুবলীগ নেতা এহাছানুল হক নিপু, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল  হোসনে, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ।

প্রসঙ্গত, ২০১৮-১৯ বছরে আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নিবাচনে ১৭টি পদের বিপরীতে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল ১১ টি পদে জয়ী হয়। তবে সভাপতি, সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ ৬টি পদে জয় পায় আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল। তবে এবারের নির্বাচনে বড় ধরণের বিপর্যয় ঘটে বিএনপি প্যানেলে।

add-content

আরও খবর

পঠিত