নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জে কথিত ধর্ষণ ও হত্যার পর আলেচিত স্কুল ছাত্রী জিসা মনি জীবিত ফিরে আসার ঘটনার তদন্ত কার্যক্রমে সদ্য প্রত্যাহারকৃত এসআই শামীম আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ ৩১ আগস্ট সোমবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম।
তিনি আরো জানান, জিসা মনি মামলায় বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবদেন সহ তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখেছে। সেখানে এ মামলায় অপেশাদারীত্ব ও অবৈধ সুযোগ লাভ করার যে অভিযোগ ছিল এর প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আর এজন্য গত বৃহস্পতিবার শামীম আল মামুনকে চাকুরী থেকে সাময়ীক বরখাস্ত সহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদ আলম পারভেজ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।