নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেওভোগ জিউস পুকুর রক্ষার্থে ৫ দফা দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পুকুর সংলগ্নে কর্মসূচির উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সহ সভাপতি শুভ রায়। দাবীগুলো হচ্ছে- পুকুরের পরিস্কার পরিছন্নতা, পুকুর খনন, পুকুরের পাড় নির্মাণ, পুকুরের চারদিকে বৃক্ষরোপন ও পুকুরপাড় দিয়ে হাটা চলা ও বসার পরিবেশ সৃষ্টি করা।
এ ব্যপারে উদ্বোধক শুভ রায় বলেন, মেয়র মহোদয় ৬০ কোটি টাকা বরাদ্ধ করেছেন খাল পুকুর খননে। আমরা আশা করবো তিনি জিউস পুকুরটি অতি দ্রুত পরিস্কার করে গোসল সহ বিভিণ্ন কাজে ব্যবহার উপযোগী করে তুলবেন।
এ সময় উপস্থিত ছিলেন, মন্দিরের পূজারী সঞ্জয় কর্তা, লিটন বনিক, মো. ইমন, আল আবু ভূইয়া, রতন বিশ্বাস, শিবু দাস, তনয় আহসান, সৃজন দাস, রিংকু সাহা, জুয়েল প্রমুখ।