জালিয়াতি মামলায় সেই চাঁনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাল দলিল করা মামলায়  এবার গ্রেফতারি পরোয়ানা হয়েছে সেই চাঁন মিয়ার বিরুদ্ধে। বৃহষ্পতিবার (২৬ ডিসেম্বর) বিজ্ঞ চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেফতারি ওয়ারেন্ট জারি করে। অভিযোগ রয়েছে, জালিয়াতির আশ্রয় নিয়ে চাঁন মিয়া আর.এস ৭২৫ দাগের জমি নিজ নামে নামজারি করার অপরাধ করে। এছাড়াও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা ও সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জের রাজস্ব সার্কেল রুমানা আক্তারকে নিয়ে মিথ্যাচার করে এই চাঁন মিয়া। এর আগে চাঁন মিয়ার বিরুদ্ধে সোহরাব মিয়া নামে এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবরও অভিযোগ দিয়েছেন । পরবর্তীতে তিনি চাঁন মিয়ার বিরুদ্ধে আদালতে জালিয়াতি মামলা করেন।

ভুক্তভোগী সোহরাব মিয়ার দাবী , জালিয়াতির আশ্রয় নিয়ে চাঁন মিয়া আর.এস ৭২৫ দাগের জমি নিজ নামে নামজারি করে অপরাধ করে যাচ্ছেন। মূলত এই অপরাধ আড়াল করার জন্যই তিনি জেলা প্রশাসক বরাবর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছেন। চাঁন মিয়া ৯১ সালের ৫ ডিসেম্বর ৩৯৮৩ নম্বর দলিল মূলে না-দাবি প্রদান করে। যা রেজিস্ট্রি অফিসের বুক ভলিয়মে রয়েছে। কিন্তু চাঁন মিয়ার পক্ষে এর কোন প্রমান নাই। আইনীভাবে কোন কাগজাদী উপস্থাপন না করে বিচার প্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করে এবং জেলা প্রশাসনের ভাবমুর্তি ক্ষুন্ন করারও অপচেষ্টা চালিয়েছিল। যে অভিযোগটির অনুলিপি প্রধানমন্ত্রী, দুর্ণীতি দমন কমিশন, বিভাগীয় কমিশনার কার্যালয়, ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবরও দেওয়া হয়েছে।

add-content

আরও খবর

পঠিত