জাতীয় সংগঠন ইয়ার্ণ মার্চেন্টস থেকে ১৫ জুয়ারী সহ ৪৫ হাজার টাকা জব্দ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টেস এর নারায়ণগঞ্জ টানবাজার অফিস থেকে ১৫ জুয়ারিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার ( ৮ মার্চ ) বিকেলে সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক মো.সামসুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে প্লেইং কার্ড ও ৪৫ হাজার ৪ শত ১০ টাকা জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১২জন জুয়ারী ও ৩ জন মার্চেন্টের ৫ম তলায় অবস্থিত হোটেলের কর্মচারী।

আটককৃতরা হলো, ইয়ার্ণ মার্চেন্টের কর্মচারী সাঈদ, আয়কর অফিসের চাকুরীজীবি মেহেদী হাসান ও রহমতউল্লাহ, ডাচ বাংলা ব্যাংকের চাকুরীজীবি শুভ সাহা, আটা ময়দা ব্যবসায়ী মো. শামীম, হোসিয়ারী ব্যবসায়ী মজিবুর রহমান, সুতা ব্যবসায়ী রুহুল আমিন, আব্দুর রহমান, খবির ও সুমন, ইট বালু ব্যবসায়ী লিটন, ড্রাইভার আবুল হোসেন, ক্লাবের বাবুর্চি আনোয়ার, কিচেনের কর্মচারী জয়, ক্লাবের স্টাফ রানা।

নারায়নগঞ্জ সদর মডেল থানার উপ-পরির্দশক রুপম ও সহকারী উপ-পরির্দশক সামসুজ্জামানের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালিয়ে টানবাজার খেয়া ঘাট সংলগ্ন ব্যবসায়ীদের সংগঠন ইয়ার্ন মার্চেন্টের ৫ম তলা থেকে ১৫ জনকে আটক করে।

এর আগে নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ বিপিএম বার পিপিএম বার এর নির্দেশে ব্লকরেড অভিযান চালিয়ে শহরের বাসষ্ট্যান্ড থেকে জুয়ার বোর্ড বন্ধ করে দেয়া হয়েছিল। এবার নারায়নগঞ্জের ব্যবসায়ীক কেন্দ্র টানবাজার সংলগ্ন বন্দর ঘাট এলাকায় অবস্থিত ইয়াং মার্চেন্টস লিমিটেড জুয়ার আসরের সন্ধান পাওয়া যায়। জুয়ার আসরটি থেকে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হয়। জুয়ারীদের সাথে আটককৃত হোটেলের কর্মচারীরা জানান, কয়েক বছর যাবত এখানে জুয়ার আসরটি চলছে।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক মো.সামসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়ার্ণ মার্চেন্টের অভিযান চালিয়ে ১৫জনকে আটক করি। যাদের মধ্যে কয়েকজন ষ্টাফও রয়েছেন। তবে এই জোয়ার আসর পরিচালনাকারী ম্যানেজার তিকনা নামে একজন কৌশলে পালিয়ে গেছে। অভিযানের সময় সেখান থেকে প্লেইং কার্ড ও ৪৫ হাজার ৪ শত ১০ টাকা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ইয়ার্ণ মার্চেন্টের সভাপতি এম. সোলাইমানের  ব্যবহৃত মুঠোফোনে কয়েকবার ফোন করা হলে তিনি তা রিসিভ না করায় এ ব্যপারে তার কোন মন্তব্য জানা যায়নি।

add-content

আরও খবর

পঠিত