নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্ম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা আগস্ট শুক্রবার রাত সাড়ে সাত টায় শহরের পলান্ন রেষ্টুরেন্টে মুক্তিযুদ্ধ প্রজন্ম জেলা ও মহানগর কমিটির আয়োজনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধার সস্তান ও প্রজন্ম বিষয়ক জাতীয় সমন্বয় কমিটির নারায়ণগঞ্জ জেলা আহবায়ক এনামুল হক ভূইয়া বাদল, মুক্তিযুদ্ধ প্রজন্ম নারায়ণগঞ্জ জেলার আহবায়ক এইচ এম রাসেল, যুগ্ন আহবায়ক বাবুল মোল্লা, যুগ্ন আহবায়ক আশিকুর রহমান রানা, সদস্য সচিব জে আর রাসেল।
এছাড়াও মুক্তিযুদ্ধ প্রজন্ম নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি হামদান উর রহমান শান্ত, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সহ-সভাপতি আজহারুল ইসলাম রবিন, সহ-সভাপতি অজিত কুমার সাহা, সহ-সভাপতি বিপ্লব কুমার ঘোষ, সহ-সাধারণ সম্পাদক খোকন ঘোরামী, সাংগঠনিক সম্পাদক গোলাম নবী মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, দফতর সম্পাদক বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।