নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : জাতীয় প্রেসক্লাবে আনন্দ মুখর পরিবেশে ডিইউজে নির্বাচন অনুষ্ঠিত। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচন ২৮শে ফেব্রুয়ারী সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়াস হল রুমে ভোট গ্রহন সম্পন্ন হয়। প্রেসক্লাবের মুল গেট থেকে শুরু করে অডিটরিয়াম গেট পর্যন্ত প্রার্থী এবং তাদের সমর্থকগণ নিজ নিজ প্রার্থীদের বুশিয়ার, হ্যান্ডবিল এবং পরিচয় কার্ড ভোটারদের হাতে তুলে দিচ্ছেন। ভোট গ্রহণ উপলক্ষে জাতীয় প্রেসক্লাব সহ এর আশেপাশে জনসমাগম ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে ভোটার, প্রার্থী আর সাধারন দর্শকদের আনাগোনা চোখে পড়ার মত। প্রেসক্লাবে প্রবিন থেকে শুরু করে নবিনদের এক মিলন মেলায় পরিনত হতে দেখা যায়। ভোটার আর প্রার্থীর আনাগোনায় মুখরিত প্রেসক্লাব প্রাঙ্গন। এ সময় প্রার্থীগনের সমর্থকরা ভোটারদের মাঝে ভোট চাইতে দেখা যায়। বিভিন্ন প্যানেল তাদের নিজ নিজ নির্বাচনী ইসতেহার এবং অঙ্গিকারনামা তুলে দিচ্ছেন ভোটারদের হাতে। সেই সাথে প্রার্থীগণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোট সহ দোয়া কামনা করছেন।
সব মিলিয়ে জাতীয় প্রেসক্লাবে এক আনন্দমূখর পরিবেশ বিরাজ করতে দেখা যায়। সুষ্ঠভাবে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে বলে জানান সদস্যবৃন্দগন। এবারের ডিইউজে নির্বাচনে মোট চারটি প্যানেল অংশগ্রহণ করছেন। সাধারন সম্পাদক পদে আরো পাঁচজন স্বতন্ত্র ভাবে প্রতিদ্বন্ডীতা করছেন। এবারের নির্বাচনে মোট ১৯ টি পদের বিপরীতে সভাপতি পদে মোট ৪ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারন সম্পাদক পদে ৯ জন, যুগ্ম- সম্পাদক পদে ৪ জন ,কোষাধ্যক্ষ পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, প্রচার সম্পাদক পদে ৪ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪ জন, জন কল্যাণ সম্পাদক পদে ৪ জন, দফতর সম্পাদক পদে ৪ জন ও নির্বাহী পরিষদ সদস্য পদে ৩৪ জন সহ মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দি করেন। বিকাল ৫ টা পযন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। দুপুর ১২টার পর গতে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের ভোট দিতে দেখা যায়।
এ সময় বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নাঈম নিজাম, সিনিয়র সাংবাদিক খন্দকার মহিতুল ইসলাম রঞ্জু,দৈনিক জনতা সম্পাদক আহসান উল্লাহ, ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি অভি চৌধুরী,যুগের চিন্তা সম্পাদক মোরসালীন বাবলাকে ভোট দিতে দেখা যায়। আরো উপস্থিত ছিলেন দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, নিউজ২নারায়ণগঞ্জ ডট কম এর সম্পাদক ইব্রাহিম খলিল,সাংবাদিক বেলায়েত হোসেন,ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান প্রেসিডেন্ট মোঃ মাহবুবুল ইসলাম,মাহবুবুর রহমান চঞ্চল, ফটো সাংবাদিক জুম্মন সোহেল সহ অসখ্য সাংবাদিকদের প্রেসক্লাবে নির্বাচন উপভোগ করতে দেখা যায়। মোট ৩২৩৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন । নির্বাচন পরিচালনা ও প্রধান নির্বাচন কমিনার হিসেবে ছিলেন বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক মোঃ আবু তাহের ।