জনগণ ভোটধিকার প্রয়োগ করতে পারলে আ.লীগের ভরাডুবি নিশ্চিত : ওয়ার্কার্স পার্টি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন এর নির্বাচনী প্রচারণাকালে পার্টি কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু ও জননেতা কমরেড আকবর খান বলেছেন, জনগণ শেষ পর্যন্ত তাদের ভোটধিকার প্রয়োগ করতে পারলে আওয়ামী লীগের ভরাডুবি নিশ্চিত জেনে তারা দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় নারায়ণগঞ্জেও বেপরোয়া হয়ে উঠেছে। বিরোধী দলীয় প্রার্থীদের সভা সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসিদের হামলা, পুলিশি নির্যাতন ও গণ গ্রেফতার আজ নিত্য দিনের ঘটনাতে পরিণত হয়েছে।

এ ব্যাপারে বার বার নির্বাচন কমিশনকে জানালেও তারা থাকছেন নির্বিকার। বিরোধী পক্ষ ছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারীরর ন্যায় আর একটি নির্বাচন অনুষ্ঠিত করলে সেই নির্বাচন আওয়ামী লীগের পরবর্তী অস্তিত্বের জন্যই হুমকি হয়ে উঠবে। জনগণের আদালত থেকে এবার আর তারা কোনই অনুকম্পা পাবেনা।

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে নেতৃবৃন্দ আরও বলেন, এখনও সময় আছে সকল ষড়যন্ত্র চক্রান্তের পথ পরিহার করে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করুন আর তা না হলে জনগণ তার ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে নামলে আপনারা দেশ থেকে পালাবারও পথ খুঁজে পাবেননা।

২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আলীগঞ্জ থেকে পাগলা হয়ে দাপা এলাকাতে গণসংযোগ ও প্রচার পত্র বিতরণ পরবর্তিকালে জননেতা কমরেড নাজমুল হাসান নাননুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভাতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনী প্রতিক কোদাল মার্কায় ভোট আহবান করে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড আকবর খান, শ্রমিকনেতা শহিদুল ইসলাম নাননু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, নাজমুল হাসান নাননু, রোকসানা বেগম, সুমন হাওলাদার, হেলীম সরদার, মোহাম্মদ আলী, আওলাদ হোসেন প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত