ছোটদের সাথে জিতলেও বড়দের সাথে হেরেছে নিতাইগঞ্জ ক্রীড়া চক্র

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ছোটদের হারিয়ে চমক দেখিয়েছিল নিতাইগঞ্জ ক্রীড়া চক্র। কিন্তু বড়দের সাথে হেরে সেমিফাইনাল খেলার আশা তিরোহিত হলো নিতাইগঞ্জের। রবিবার ওসমানী পৌর স্টেডিয়ামে নাসিম ওসমান স্মৃতি ১ম বিভাগ ফুটবল লীগে খেলায় স্টেডিয়াম পাড়ার শুকতারা যুব সংসদের কাছে তারা হেরেছে ০-২ গোলে।

এদিনের খেলায় যারা জিতবে তারাই সেমিফাইনালে খেলবে। এমন সমীকরণের ম্যাচে নিতাইগঞ্জের ছেলেরা সুযোগ পেয়েও হাতছাড়া করায় দলের ডাগ আউটে বসা কর্মকর্তারা পর্যন্ত উষ্মা প্রকাশ করেছেন। বিশেষ করে দলের গোলকিপারের খেলা ছিল নিন্মমানের। খেলার ২৬ মিনিটে শুকতারার রাইট উইংগার রোমান মাঠের পূর্ব-দক্ষিণ প্রান্ত দরে বল নিয়ে ঢুকে পড়েন নিতাইগঞ্জের সীমানায়। দেখেশুনে নিতাইগঞ্জের কিপার হান্নানকে বোকা বানান ১-০। মাঝমাঠের নিয়ন্ত্রণ বরাবরই শুকতারার নিয়ন্ত্রণে ছিল।

প্রথমার্ধে  আরো দুটো গোল শুকতারার ভান্ডারে জমা হতো। কিন্তু হয়নি ষ্ট্রাইকার আরিফের ব্যর্থতায়। দ্বিতীয়ার্ধেও চেপে ধরে শুকতারা। ৫১ মিনিটে আরিফ নিজের দূর্ণাম ঘুচান গোল করে ২-০। দুইগোলের লিড নিয়ে শুকতারা বাকি সময় পার করে হেসে খেলে। নিতাইগঞ্জের প্রথম একাদশের খেলোয়াড়, রিজার্ভ বেঞ্চ এমনকি কোচ এর বডি ল্যাংগুয়েজ দেখে বুঝা যায়নি আসলে তারা ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার ব্যাপারে কতটা আগ্রহী।

শুকতারা যুব সংসদ : উজ্জল, ঝিন্টু, শরিফ, জুয়েল, সাইফুল, ডালিম, লিটন(মুসা), তানভীর, রোমান, হুমায়ুন, আরিফ।

নিতাইগঞ্জ ক্রীড়া চক্র : হান্নান, রায়হান, হিমেল, শহিদুল, মুন্না(তন্ময়), গোপাল, শফিকুল(নাসিম), রাজিব(বেল্লাল), রনি, সোহাগ, জয়(পারভেজ)।

রেফারী : ভারত চন্দ্র গৌর, সুজন, বায়েজিদ ও আইয়ুব।

আজকের খেলা : প্রকাশ ক্লাব ও ডি.এস.এস ক্লাব (বেলা ২:৩০ মি.) ওসমানী পৌর স্টেডিয়াম।

add-content

আরও খবর

পঠিত