ছাত্রলীগ নেতার মামলায় স্থায়ী জামিন পেলেন মুন্না খান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল প্রধানের দায়ের করা একটি সিআর মামলার সমনজারীর শুনানিতে অংশগ্রহণ করেছেন সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মুন্না খান। এ সময় মুন্না খান জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত মুন্না খানের স্থায়ী জামিন মঞ্জুর করেন

২৭ অক্টোবর রবিবার সকালে নারায়ণগঞ্জ কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে সিআর মামলাটি উপস্থাপিত হয়। সম্পাদক মুন্না খানের পক্ষে মামলাটি পরিচালনা করছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এড. মাহবুবুর রহমান মাসুম, বাংলাদেশ কেন্দ্রীয় আ’লীগের সদস্য, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিছুর রহমান দীপু সহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা।

উল্লেখ্য, এর আগে গত ২১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সংবাদচর্চা পত্রিকায় একটি প্রতিবেদনকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল বিজ্ঞ আদালতে সিআর মামলাটি দায়ে করেন।

add-content

আরও খবর

পঠিত