চুনকা পাঠাগারে হতে যাচ্ছে কবিয়ালের সাহিত্য উৎসব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ শহরে ডিআইটির আলী আহাম্মদ চুনকা পাঠাগারে দিন ব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে কবিয়াল সাহিত্য উৎসব ২০১৯। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে কবিয়াল ফাউন্ডেশন নিরলস ভাবে কার্যক্রম করে যাচ্ছে। কবিয়ালের উপদেষ্টা, শূভাকাঙ্খি, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠান সফল করার লক্ষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। ২১ অক্টোবর সোমবার বিকালে কবিয়ালের সহ সভাপতি ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম আরজু এ তথ্য জানান।

উক্ত ফাউন্ডশনের পক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, কবিয়ালের উপদেষ্টা ইয়াদী মাহমুদ, দীপক ভৌমিক, কবিয়ালের সভাপতি বাপ্পি সাহা, সহ সভাপতি শফিকুল ইসলাম আরজু, শাহাদাৎ হোসেন ভূঁইয়া,  সাধারন সম্পাদক মাসুদ রানা লাল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ, সদস্য গিয়াস উদ্দিন খন্দকার, নুরুজ্জামান কাউসার, পিয়ারী বেগম, নুসরাত আহম্মেদ, এমডি সোহেল, তছলিমা আক্তার পারভিন, সোলাইমান ইমরান, জুয়েল রানা, অপু ভূঁইয়া, খাদিজা আক্তার ভাবনা, আসমাউল হুসনা, রিয়া খান, পারভিন আক্তার, স্বর্ণল, সালাউদ্দিন, আবুল কালাম আজাদ সহ প্রমুখ।

সুষ্টি, সুন্দর ও কল্যাণে এই শ্লোগানকে সামনে রেখে কবিয়াল ফাউন্ডেশন আগামী ২৫ অক্টোবর শুক্রবার আলী আহমদ চুনকা পাঠাগার মিলনায়তনে দিন ব্যাপী সাহিত্য উৎসব পালন করবে। অনুষ্ঠানটি ৩ পর্বে অনুষ্ঠিত হবে। সূচনা পর্ব সকাল ৯ টা ৩০ মিনিটে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগীতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।

সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার) পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সামছুল আলম অধ্যক্ষ নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিটিউট, মো. মোশারফ হোসেন সহকারি পরিচালক জেলা গ্রন্থাগার নারায়ণগঞ্জ, সুভাষ সাহা, আফসানা আফরোজ বিভা প্যানেল মেয়র ১ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সাবিরা সুলতানা নীলা সভাপতি রং মেলা নারী কল্যাণ সংস্থা, সভা প্রধান মো. শফিকুল ইসলাম আরজু সহ সভাপতি কবিয়াল ফাউন্ডেশন।

মধ্যহ্ন পর্ব দুপুর ২ টায় স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সুব্রত পাল প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি জিএম ফারুক শিক্ষানুরাগী ও সমাজ সেবক, কবি রণজিৎ মোদক, কবি দীপক ভৌমিক, কবি মিজান মিল্কী সভাপতি অনুপ্রাস জেলা শাখা নারায়ণগঞ্জ, কবি ইউসুফ আলী এটম ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক যুগের চিন্তা, কবি ইয়াদী মাহমুদ সদস্য বাংলা একাডেমী, এস.এ শামীম কবি ও ছড়াকার, মানিক চক্রবর্তী কবি ও ছড়াকার, সভা প্রধান মাসুদ রানা লাল সাধারন সম্পাদক কবিয়াল ফাউন্ডেশন।

মূল পর্ব বিকাল ৪ টায় আলোচনা, কবিতা পাঠ, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, মো. জসিম উদ্দিন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন, কবি হাবীবুল্লাহ সিরাজী মহা পরিচালক বাংলা একাডেমী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রফিকুল ইসলাম দাদু ভাই দেশ বরণ্য কবি ও শিশু সাহিত্যিক, বিশেষ অতিথি হিসেবে থাকবেন নাহিদা বারিক উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর, বীর মুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ, রতন চন্দ্র পাল ব্যবস্থাপনা পরিচালক দিকদর্শন প্রকাশনী লি. ও স্বত্বাধিকারী গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপ, কবি হালিম আজাদ, এড. মাহবুবুর রহমান মাসুম সভাপতি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, ফজলুল হক রুমন রেজা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নারায়ণগঞ্জ কলেজ, প্রকৌশলী ময়নুল আবেদীন চিত্রশিল্পী জয়নুল আবেদীনের কনিষ্ঠ পুত্র, সভা প্রধান বাপ্পি সাহা সভাপতি কবিয়াল ফাউন্ডেশন।

add-content

আরও খবর

পঠিত