নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সমাজসেবা সম্পাদক অ্যাড. মো. শরীফ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। ১১ আগস্ট মঙ্গলবার সকালে রাজধানী ঢাকা পপুলার হাসপাতালে নিউমুনিয়ায় আক্রান্ত হয়ে তিনি শেষ নি:শাস ত্যাগ করেন।
মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর খানপুর চিল্ডেন পার্কে তার জানাযা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ২টায় মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। এসময় জানাজায় উপস্থিত ছিলেন শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
অ্যাড. মো. শরীফ হোসেন এর রুহের মাগফেরাত কামনায় আজ ১২ আগস্ট রবিবার বাদ আসর বালুরমাঠ সংলগ্নে নুর মসজিদে দোয়ার আয়োজন করেছেন তার বন্ধু মহল।
এদিকে, এড. শরীফ হোসেনের অকাল মৃত্যুতে এক শোকবার্তায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।