নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের চাষাঢ়ায় ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধরের অপরাধে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলো, শহরের মিশনপাড়া এলাকার সৌরভ দেউলীর ছেলে বিনয় (২৪) ও তন্ময় (২৬)।
সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন মন্ডল জানান, আজ দুপুরে চাষাঢ়া মোড়ে সোনালী ব্যাংকের সামনে অটোরিকশার সঙ্গে একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ -৪২-২৬৩৮) ধাক্কা লাগলে রাস্তায় যানজট সৃষ্টি হয়। এ সময় ট্রাফিক পুলিশ তাদের দুটি যানকে রাস্তা থেকে সরিয়ে এক পাশে নিতে বলে। এতে প্রাইভেটকারে থাকা বিনয় ও তন্ময় ক্ষিপ্ত হয়ে ট্রাফিক সদস্য সোহেল রানাকে মারধর করে। পরে আশপাশের লোক এসে তাদের দুই ভাইকে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে বিনয় ও তন্ময়ের বিরুদ্ধে মামলা করেছে।