চাষাঢ়ায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে গ্রেফতার-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের চাষাঢ়ায় ল্যাপটপের ভিতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে  ১০০০ পিস  ইয়াবা ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চাষাঢ়ায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১১, সিপিএসসি, সহকারী পুলিশ সুপার  মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো, মোস্তাকিম ইসলাম ওরফে মো. টিটু (৩৫) ও মো. আমজাদ (৩০)।

র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত মোস্তাকিম ইসলাম ওরফে মো. টিটু ফতুল্লা মডেল থানাধীন জামতলা এলাকায় চিনিপতা নামক মিষ্টির দোকানের মালিক এবং মো. আমজাদ পেশায় একজন ড্রাইভার বলে জানা যায়। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নিয়মিত নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকার ইয়াবা ডিলারদের কাছে ইয়াবা সরবরাহ করে আসছিল। তারা পুরাতন ল্যাপটপে ভিতরে করে অভিনব কায়দায় ইয়াবা সরবরাহ করে থাকে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

add-content

আরও খবর

পঠিত