নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীর চাষাড়া থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩১ মে) রাত ৯ টায় নারায়ণগঞ্জ জেলা গোয়ন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক কামরুল ইসলাম তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলো, সদর থানার কুঁড়িপাড়া এলাকার ভাগ্যচন্দ্র সাহার ছেলে জয়(২১), নারায়নগঞ্জ সদরের রুহুল আমিনের ছেলে জনি(২২) এবং মাসদাইর জামালের গ্যারেজ এলাকার মনসুর আলীর ছেলে শামীম(১৮)।
কামরুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারা নারায়ণগঞ্জ শহর জুড়েই জেলা পুলিশ প্রশাসনের অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় এদিন চাষাড়া এলাকায় অভিযান পরচালনাকালে তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়।