নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চকবাজারে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে নিহতদের স্মরণে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির দ্বিতীয় দিনে অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) বাদ আসর শহরের চাষাড়াস্থ বাগে জান্নাত মাদ্রাসায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এর উদ্দ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, শহীদ জিয়া স্মৃতি সংসদ জেলা সভাপতি শহিদুল ইসলাম রিপন, বিএনপি ও অঙ্গসংঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন দেলু, মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।