ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিতের পর আমরা ঈদ করবো : এসপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, নারায়ণগঞ্জ একটি সুন্দর, যানজটমুক্ত শহর হবে। মানুষ স্বস্তিতে বসবার করবে। চাষাড়া থেকে সাইনবোর্ড, পঞ্চবটি কমিউনিটি পুলিশ নিয়োগ দিয়েছি। আমরা আমাদের পুলিশের ছুটি বাতিল করেছি। এই ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিতের পর আমরা ঈদ করবো। শনিবার (১ জুন) দুপুরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অসহায়দের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শহরে যারা ছিনতাই করে বেড়াতো এই রকম ৩০ জনকে আটক করা হয়েছে শুধু ছিনতাইকারী নয় যারা চাঁদাবাজ রাস্তায় দাড়িয়ে চাঁদাবাজি করতো তাদের কেউ আমরা গ্রেফতার করেছি।

এসপি বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে। অন্যদিকে যারা অসহায়, গরিব, কষ্টে জীবনযাপন করে বাংলাদেশ পুলিশ তাদের জন্য কাজ করে। আমরা শীতে শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং ঈদে গরিব মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করি। হয়তো সবাইকে দেয়া সম্ভব হয়নি। তবে অধিকাংশ অসহায় মানুষকে দেয়ার চেষ্টা করেছি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত