গোলাম সারোয়ার ট্রাষ্ট এর পক্ষে ভাসমানদের ইফতার দিলেন ভাগিনা জুয়েল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাষ্ট এর পক্ষ থেকে প্রতিদিন রোজাদারের জন্য ইফতার আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকালে সড়কে ভামসান অসহায়দের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে এভাবেই পুরো রমজানে জুড়ে চলেছে বিভিন্ন কার্যক্রম। ওইদিন শতাধিক সাধারণ মানুষের মাঝে এ সহযোগীতা দেয়া হয়।

এসময় গোলাম সারোয়ার সাহেবের ভাগীনা ও নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন সকলেন উদ্দেশ্যে বলেন, এ মহামারিতে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। আমরা নারায়ণগঞ্জের মানুষরা খুবই ভাগ্যবান। এর কারন আমরা এমন একজন এমপি পয়েছি জননেতা একে এম শামীম ওসমান। যিনি সবসময় তার জনগনের কথা ভাবেন। তাছাড়া আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রতিদিন চার ঘন্টা ঘুমায়। আর বাকিটা সময় শুধু তার জনগনের কথা ভাবেন আর আল্লাহর কাছে দোয়া করেন যেন জনগন সকল বিপদ আপদ বালা মছিবত থেকে রক্ষা পায়। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা নিজেদের বাঁচান এবং আপনার পরিবারকে বাঁচান।

বিতরণকালে উপস্থিত ছিলেন মো. যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জয়,কার্যকরী সদস্য মো. নাদিম শেখ, মো. রকিবুল ইসলাম সুমন , মো. গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাষ্টের সপ্নদ্রষ্টা ও মহানগর যুবলীগ নেতা এম ডি মিশুয়ে, মো. গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাষ্টের সিনিয়র সদস্য এস এম রিপন হোসেন,  ট্রাষ্টের প্রতিষ্ঠাতা উদ্যাক্তা শেখ মো. আক্তার হোসেন, ইভান, মো. রকি (১৮নং ওয়ার্ড) মো. সাহাবুদ্দিন, জুনায়েদ শামীম, হাজী ইসলাম, মো. রাজিব, মো. সজিব (১৩নং ওয়ার্ড), ছোট হিরো মাহিন ও ট্রাষ্টের সকল সদস্য।

add-content

আরও খবর

পঠিত