গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : ভারতের আন্দামান সাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গত রবিবার রাত থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিতে নগরীতে স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়ে পড়েছে। ১৮ ডিসেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জে সকাল থেকে বৃষ্টি পড়তে দেখা যায়। এতে করে কর্মজীবী মানুষকে দুর্ভোগে পোহাতে হয়।

নগরীতে সরেজমিনে ঘুরে দেখা যায়, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কর্মজীবী মানুষ কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে  বের হয়নি। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে শীতের হিমেল হাওয়া বইতে থাকে। নারায়ণগঞ্জসহ সারাদেশেই শীতের দাপট একটু বেড়ে চলছে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারনে বিপদে পড়তে হয়েছে কর্মজীবী জীর্বিকা নির্বাহ করা খেটে খাওয়া মানুষগুলোর। তার সাথে অফিসগামী মানুষ হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হয়েছে। নারায়ণগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারনে রাস্তায় গাড়ী চলাচলে বিঘ্নিত ঘটে। সকালে বৃষ্টির কারনে রিকশা চলাচল করতে দেখা মিলে এর ফলে রিকশা চালকদের।সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা যায়।

আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, আরো দু-একদিন বৃষ্টি অব্যাহত থাকবে। এতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে।

আবহাওয়া সুত্রে আরো জানা যায়, গত রবিবার রাত ৯টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্রবন্দরকে দুই নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নৌবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সুত্রের মাধ্যমে জানা গেছে, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড় সহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়তে হয়েছে নিম্ন আয়ের মানুষগুলোকে। আবহাওয়ার এ পরিবর্তনে উত্তরের এ জেলায় জেঁকে বসেছে শীত । বৃষ্টি আর কনকনে বাতাস বাড়িয়ে দিয়েছে মানুষের দুর্ভোগ। হঠাৎ শীত বেড়ে যাওয়ায় শিশুদের ঠান্ডা জনিত নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত