নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : পাড়া-মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ। রবিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় আমলাপাড়ায়, স্বর্ণপট্টিসহ শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সরকার কার্যত লুন্ঠনের টাকা যোগাতেই গত দশ বছরে বারবার উপর্যুপরি গ্যাস-বিদ্যুতের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে আসছে। সরকারি প্রতিষ্ঠান বিইআরসি এর আইন অমান্যকরে বছরে একাধিক বার অবৈধভাবে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে পূর্ব সিদ্ধান্ত চরিতার্থ করার গণশোনানী মঞ্চায়ন করা হয়। যদিও সেখানে সরকার পক্ষ গ্যাসের দাম বৃদ্ধির কোন যুক্তিই হাজির করতে পারেনি। উল্টো দেশের অধিকাংশ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, অধ্যাপক, জ্বালানী বিশ্লেষকদের পর্যালোচনায় দাম কমানোর প্রস্তাব এসেছে। তবুও সরকার গণমতামতকে উপেক্ষা করে একটি নির্দিষ্ট শ্রেণীর স্বার্থে লুন্ঠন ও দুর্নীতিকে জায়েজ করতে গ্যাসের দাম বৃদ্ধির মাধ্যমে জনগণের জনজীবনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এর প্রতিবাদে নেতৃবৃন্দ আগামী ১৯ এপ্রিল বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে সকল শ্রেণীপেশার মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, ফতুল্লা থানা আহ্বায়ক মশিউর রহমান রিচার্ড, নারী সংহতির জেলা কমিটির সম্পাদক পপি রানী সরকার, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জাহিদুল আলম আল-জাহিদ, বন্দর থানা সংগঠক কাউসার হামিদ, রকিবুল হাসান দীপু প্রমুখ।