নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জি.আর ইনস্টিটিউশনের নামফলক ইস্যুতে স্থানীয় অগ্রবানী প্রতিদিন পত্রিকায় এবং তাদের অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল। সোমবার (২৩ নভেম্বর)সন্ধ্যায় প্রতিবদেককে মুঠোফোনে এক সাক্ষাতকারে প্রতিক্রিয়া ব্যক্তয় করতে গিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, গত শুক্রবার স্থানীয় গণমাধ্যমে উল্লেখিত ইস্যুতে তাঁর অজান্তে ব্যাখ্যা দিয়ে প্রত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে সে এ বিষয়ে অবগত ছিলেন না। এমন কোন সাক্ষাতকারও তিনি দেননি। তবে আনোয়ার ভাই একজন সিনিয়র নেতা, সে বিষয়ে ইতমধ্যে ক্ষোভ জানিয়েছেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে।