নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের খানপুর এলাকার ৩০০ শয্যার হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ১৯ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সাদা পোশাকে র্যাব হাসপাতালের বর্হিবিভাগ ও জরুরি বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে যাচাই বাছাই করে ৯ জনকে মুচলেকা দিয়ে এবং একজন অসুস্থ থাকায় ছেড়ে দেয়া হয়। আর বাকি ৯ জনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিতরা হলেন, দুলাল হোসেন, মঞ্জুরুল ইসলাম, ফরিদ, আব্দুল খালেক, রিপন, ইব্রাহীম, বাদল মিয়া, মাকসুদা ও আব্বাস উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসুমী মান্নান ও শেখ মেজবাহ উল সাবেরিন। তাদের সহযোগিতায় ছিলেন র্যাব-১১ এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও হাসপাতালের আবাসিক চিকিৎসক সামসুদ্দৌহাসহ ব্যাবের কর্মকর্তারা।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দালাল চক্র হাসপাতালে রোগীদের হয়রানি করছিল। এ অভিযোগে সাদা পোশাকে বিভিন্ন জনের উপর নজর রাখছিল র্যাব। ওই সময়ে ১৯ জনকে আটক করা হলেও যাচাই বাছাই শেষে ৯ জনকে সাজা প্রদান করা হয়। বাকিদের ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।