নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান বলেছেন, খেলাধূলা মানুষিক চিন্তা ধারার পরিবর্তণ ঘটায়। একজন ক্রীড়াবিদ দেশের গুরুত্বপূর্ণ ব্যাক্তি। শুধুমাত্র ক্রীড়াবিদরাই পারে জন্মভূমিকে বিশে^র দরবারে পরিচিত করতে।
শনিবার বিকেল ৪টায় বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কদমরসুল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপণী খেলা শেষে পুরস্কার বিতরণীতে প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান আরো বলেন, মাদক এবং সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। জননেত্রী শেখ হাসিনার ক্রীড়ান্দেলনের মাধ্যমেই বাংলাদেশ আজ বিশ^ জুড়ে সমাদৃত। লেখা-পড়ার পাশাপশি খেলাধূলাকে বাধ্যতামূলক করা হলে বাংলাদেশ সকল ক্রীড়াতেই চ্যাম্পিয়ান হবে ইনশাল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলা শিক্ষা অফিসার আ ক ম নূরুল আমিন, সরকারি কদমরসুল কলেজের অধ্যক্ষ মো. মাহতাবউদ্দিন খান, গভর্ণিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, মো. সোহেল মিয়া, মো. আবদুস সালাম প্রমুখ।