কোন মাদকসেবী বা ব্যবসায়ী লালন পালন করি না : কাউন্সিলর কবির

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : সেভিং বয়েজ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  দূর্নীতি ও মাদক বিরোধী আলোচনা সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে নগরীর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় হাজী সামছুন নাহার আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি সামাদ ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসেন।

সেভীং বয়েজ সমাজ কল্যান সংগঠনের ৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো.আসাদুজ্জামান, ব্যবসায়ী মিলন হোসেন  শ্যামল, আবুল কাসেম মুন্সি, মেম্বার শওকত হোসেন, এড.কামরুজ্জামান বুলেট প্রমুখ নেতৃবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর কবির হোসেন বলেন, আমরা কোন মাদকসেবী বা ব্যবসায়ী লালন পালন করি না । আমার বিন্দুমাত্র রক্ত থাকা পর্যন্ত মাদকের বিরুদ্ধে জিহাদ করে যাবো  । মাদকের বিরুদ্ধে সব সময় আছি ও থাকবো । কোন মাদকসেবী বা ব্যবসায়ী আমার ভাই বা কর্মী নয় । একজন মাদকসেবী একটা পরিবারকে ধ্বংস  করতে পারে । মাদকসেবী ও ব্যবসায়ী সমাজ ও জাতির শত্রু । আমরা মাদকমুক সমাজ চাই ।

তিনি আরো বলেন, এই সমাজ কে মাদক মুক্ত করতে চাই, তবে আপনাদের  সহযোগিতা  প্রয়োজন, এ এলাকায় কেউ মাদকের সাথে জড়িত থাকলে সাবধান হয়ে যান। এই সংগঠনের কেউ যদি অপরাধের সাথে জড়িত থাকে আমরা নিজ উদ্যোগে তাকেও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেব। মাদক নিয়ে কাউকে ছাড় দেয়া চলবে না।

add-content

আরও খবর

পঠিত