কেন্দ্রীয় কর্মসূচিতে নারায়ণগঞ্জ ছাত্রলীগের বিশাল শো ডাউন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির সাবেক নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত পুনর্মিলনীর কর্মসূচিতে বিশাল শো ডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কেন্দ্রীয় কর্মসূচিতে নারায়ণগঞ্জ ছাত্রলীগের বিশাল শো ডাউনকেন্দ্রীয় এই কর্মসূচিতে ঢাকার বাহিরে নারায়ণগঞ্জসহ পাঁচটি জেলাকে সম্পৃক্ত করা হয়েছিল। ঢাকা ও অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি নেতাকর্মীকে সাথে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের অনুষ্ঠানে যোগ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর নেতৃত্বে ছাত্রলীগের হাজারো নেতা-কর্মীরা কেন্দ্রীয় এই কর্মসূচিতে যোগ দেয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তামিম ইসলাম জয়, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল, টিপু সুলতান, মহানগর ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছার, শুভ রায়, রাজু আহমেদ সুজন, নাসিম মাহমুদ তপন, সাখাওয়াত সুমিত, শাহরিয়ার রহমান বাপ্পী, সাদ্দাম হোসেন জিতু, আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আঞ্জুম সুস্মিত, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সৌরভ, ফয়সাল আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিমসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

add-content

আরও খবর

পঠিত