কাল থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : করোনাভাইরাস ঠেকাতে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন না মানলে আগামীকাল বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী। মঙ্গলবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সেনাবাহিনী আগামীকাল (বৃহস্পতিবার) থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ২৪ মার্চ আইএসপিআরের পক্ষ থেকে দেশের সব জেলায় সেনাবাহিনী মোতায়েনের কথা জানানো হয়।

এইড টু সিভিল পাওয়ার- এর আওতায় দেশের সব বিভাগ এবং জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তায় প্রয়োজনীয় সমন্বয় করছে সশস্ত্র বাহিনীর সদস্যরা।

add-content

আরও খবর

পঠিত