কার এতো বড় সাহস এই শহর নোংরা করে : মেয়র আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এই হকার ইস্যুকে কেন্দ্র করে আমাকে আক্রমন করা হলো, মারাও হলো। আবার সিটি করপোরেশনকে দোষও দেয়া হলো। নাগরিকরা সাথে ছিল, নারায়ণগঞ্জের নাগরিকরাও মার খেলো। কার এতো বড় স্পর্ধা, কার এতো বড় সাহস এই শহরে নোংরা করে প্রতিদিন এটা দেখার দায়িত্ব আমাদের সকলেরই আছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে নাসিক আয়োজিত পরিচ্ছন্ন নগর গড়তে সমাজের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, হকারদের দিয়ে কারা বেনিফিটেড হচ্ছে? কারা তাদের থেকে চাঁদা নিচ্ছে? হকাররা কাগজ, প্লাষ্টিক, পলিথিন রেখে গেলো, মনে হয় জমিদার। জমিদাররা তার ইচ্ছেমতো যা মন চেয়েছে করে গেছে আমরা চাকর-বাকর সব পরিস্কার করবো। চাকরের কাজই করছি, সেবকের কাজই করছি। তবে পলিথিন দিয়ে শহর ময়লা করার বিষয়টা সকলেরই দেখার দরকার আছে।

নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এফএম এহ্তেশামূল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ ও প্রকল্প পরিচালক পরিষদের যুগ্ম সচিব সোহরাব হোসেন, উন্নয়ন সংস্থা জাইকার প্রতিনিধি টাইসুকে টুকাওকা, প্রোগ্রাম অফিসার সানজিদা হক, সিফোরসি এর প্রতিনিধি মনি বালা, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমল কান্তি সাহা, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও সাংবাদিক আবদুস সালাম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত