কারাবন্দি বাবুর উদ্যোগে প্রয়াত না‌সিম ওসমা‌নের জন্য দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের চার বার নির্বাচিত প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কারাবন্দি কাউন্সিলর বাবুর উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োরজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বাদ আছর ১৭নং ওয়ার্ডের পাইকপাড়া জামে মসজিদ ও ভূইয়াপাড়া জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং দোয়া শেষে নেওয়াজও বিতরণ করা হয়। কাউন্সিলর বাবুর পক্ষে এ দোয়ার ও মোনাজাতের আয়োজন করেন তার পুত্র এমআরকে রিয়েন।

তিনি জানান, গতকাল যখন আমি আব্বুর সাথে কারাগারে দেখা করতে যাই। তিনি আমাকে নির্দেশ করেন, নাসিম ওসমান স্মরণে যেন পাইকপাড়ার মসজিদে মসজিদে দোয়া এবং মানুষের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। সাথে সাথে আমি অবাক হয়ে যাই, একজন কারাবন্দি মানুষ নিজের কথা না ভেবে কিভাবে তার নেতার কথা ভাবছেন? আমি মনেকরি, এটাও একটা দৃষ্টান্ত।

রিয়েন বলেন, আব্বুকে (কাউন্সিলর বাবু) প্রয়াত সাংসদ নাসিম ওসমান (চাচ্চু) খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। আব্বুকে তিনি নিজের সন্তানের মত দেখতেন। অনেক সময় তার (নাসিম ওসমান) গাইড নিয়ে আব্বুকে রাজনীতি করতে দেখতাম। আজ যদি তিনি বেঁচে থাকতেন হয়তো আব্বুর ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে অবস্থান নিতেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) বন্দর থানার একটি মামলায় কারাবন্দি আছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।

add-content

আরও খবর

পঠিত