নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আমলাপাড়া শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াত পথ থেকে ময়লার ডাস্টবিন সরিয়ে নিতে স্থানীয় কাউন্সিলরকে এমপি সেলিম ওসমানের করা অনুরোধের মাত্র ১ দিনের মধ্যেই সেটি সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবী মূল্যায়ন করে দ্রুত ডাস্টবিন সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহন করায় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
২৪ ফেব্রুয়ারী রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাউন্সিলর খোরশেদ সরেজমিনে উপস্থিত থেকে উক্ত সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে ডাস্টবিনটি অপসারনের ব্যবস্থা করেন।
এ ব্যাপারে এমপি সেলিম ওসমান বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বলেন, শনিবার শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে আমি স্কুলের যাতায়াত পথে একটি ডাস্টবিন সরিয়ে নিতে স্থানীয় কাউন্সিলরকে অনুরোধ জানিয়ে ছিলাম। সে আমাকে রাতে ফোন করে আগামী ৭দিনের মধ্যেই উক্ত স্থানটি সম্পূর্ন পরিস্কার করে দেওয়ার কথা দিয়েছেন। পাশাপাশি তিনি আমার কাছে একটি আক্ষেপের কথা উল্লেখ করেছেন।
আমি সাধারণ জনগনের প্রতি অনুরোধ করবো, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। দেখা গেলা কাউন্সিলর পরিস্কার করে দিলো কিন্তু মানুষ সেখানে গিয়ে আবার ময়লা ফেললো। কেউ কেউ দেখা যায় বাসার ময়লা পলিথিনের ব্যাগে ভরে রিকশা দিয়ে যাওয়ার সময় ছুড়ে ফেলে দিয়ে যায় ফলে পলিথিনটি ছিড়ে আবর্জন ছড়িয়ে পড়ে আশেপাশে দুগর্ন্ধ ছড়িয়ে পড়ে। সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারাও নিজেদের সচেতন করুন। দেখবেন সকলের কাছ থেকে কাঙ্খিত সেবার সুফল আপনারা ভোগ করবেন।