নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ার নিকটবর্তি ক্যাপ্টেন্স টেবিল নামে নতুন একটি রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে শহরের আল্লামা ইকবাল রোড (কলেজ রোড) এলাকার টিএন্ডটি কলোনির বিপরীত পাশে এই রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান ও তার নাতি আরহাম ওসমান আলিফ।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেন, স্বাস্থ্য সম্মত খাবার সকলেই প্রত্যাশা করে, তাই আমার এটুকুই অনুরোধ থাকবে মানুষ যেন না ঠকে। তারা যেন তাদের প্রত্যাশিত খাবারটি খেয়ে উপভোগ করতে পারে। যদিও আমার হঠাৎ চলে আসা, তেমন প্রস্তুতি ছিল না। তারপরেও কিছু খাবার খেয়ে মোটামোটি ভালো লেগেছে।
এদিকে রেস্টুরেন্ট এর সত্ত্বাধিকারী মো. রানার সাথে কথা হলে তিনি জানান, কাস্টোমারদের মান সম্মত খাবার পরিবেশন করাটাই আমাদের মূল লক্ষ্য। তাই এখানের খাবার সম্পর্কে কিছু বলব না, তবে সকলকে নিমন্ত্রন করবো। যেন রেস্টুরেন্টটি সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য তারা আসেন।
অন্যান্যদের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো: বদিউজ্জামান বাদল, নাসিম ওসমান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলসি ঘোষ, কামরুজ্জামান বাদশা, দাড়া, সাংবাদিক রুবেল, শাহালম, মিহিন, রাসেল, নাছির, সুমন, শোভন ও আলিফ প্রমুখ।