কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ এমপি সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৩৫ শতাংশই নারায়ণগঞ্জ থেকে সংগঠিত বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। আর বিশ্ব বাজারে বাংলাদেশের রপ্তানি আয়ের সর্ব বৃহৎ খাতটি হচ্ছে নীটওয়্যার শিল্প। যে শিল্পের প্রতিনিধিত্ব করছে নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ।

উক্ত খাতে নিজ নির্বাচনী এলাকার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের সম্পৃক্ত ও কর্মসংস্থানের মাধ্যমে নারায়ণগঞ্জ ও বন্দরের বেকারত্ব দূর করার উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান।

সেই লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি) এর অর্থায়ন এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ত্রিবেনী এলাকায় অবস্থিত শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে একটি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত গ্রহন করেছে বিকেএমইএ। যেখানে উক্ত শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের বিভিন্ন কোর্সে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ হিসেবে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে।

বুধবার (৮ মে) বেলা ১২টায় বিকেল ৩টায় শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বাংলাদেশের নীট ওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিচালনা পর্ষদের মাসিক সভায় এমন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে উক্ত মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন বিকেএমইএ এর প্রথম সহসভাপতি মনসুর আহম্মেদ দ্বিতীয় সহ সভাপতি ফজলে শামীম এহসান, পরিচালক মঞ্জুরুল হক, আবু আহম্মেদ সিদ্দিক, জিএম ফারুক, মোস্তফা জামাল পাশা, আলমগীর কবীর, অমল পোদ্দার, মোর্শেদ সারোয়ার সোহেল, আতাউর রহমান, তারেক আজিজ, শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, শেখ এইচ এম মোস্তাফিজ, মোস্তফা মনোয়ার ভূইয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।

অপরদিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে বিকেএমইএ পরিচালিত গার্মেন্টস শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে শ্রমিকদের দৃষ্টি জনিত সমস্যার চিকিৎসা প্রদানের জন্য স্থাপিত আইকেয়ার সেন্টারটি আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের সহযোগীতায় বিকেএমইএ এর নিজস্ব স্বাস্থ্য কেন্দ্রে  বিসিক শিল্প এলাকার শ্রমিকদের দৃষ্টিজনিত সমস্যা গুলোর ব্যাপারে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হচ্ছে বলে সভায় আলোচনা করা হয়।

add-content

আরও খবর

পঠিত