কর্ণফুলি শীপ বিল্ডার্সের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে বেসরকারি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কর্ণফুলি শীপ বিল্ডার্সের বিরুদ্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য ও জোরপূর্বক লীজকৃত জমি দখলের বিরুদ্ধে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাহমুদনগর এলাকাবাসী। রোববার সকাল ১০টায় থানার মদনগঞ্জ বাসষ্ট্যান্ড সড়কে অবস্থান করে ওইসকল কর্মসূচী পালণ করে এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচীতে এলাকার প্রায় ৫শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় ঢাকা-মদনগঞ্জ সড়কে প্রায় ৩০মিনিট যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভ মিছিল চলাকালে বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল এসে  বাধা প্রদান করলেও এলাকাবাসী পুলিশী বাধা উপেক্ষা করে তাদের কর্মসূচী অব্যাহত রাখে।

কর্মসূচীতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে বক্তারা বলেন,মাহফুজুল ইসলাম মাফু অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। সে বিআইডব্লিউটিএ’র কাছ থেকে লীজ নিয়ে ১২বছর ধরে ভোগদখল করে আসছে। কিন্তু কর্ণফুলি শীপ বিল্ডার্সের মালিক এম এ রশীদ ক্ষমতার প্রভাবে জোর জবরদখলের মাধ্যমে মাফুর ওই লীজকৃত সম্পত্তি গ্রাস করার পাঁয়তারা চালাচ্ছে। তারা বুলডোজারের সাহায্যে ইতোমধ্যে মাফুর মালিকানা আলিনা ডকইয়ার্ড উচ্ছেদ করে তাকে পথে বসিয়েছে। তাদের জবর দখলের বিরুদ্ধে উচ্চ আদালত মাফুর পক্ষে রায় দেয়ার পরও অদৃশ্য ক্ষমতাবলে তারা মাফুকে স্ব-পরিবারে নিঃশে^স করার পাঁয়তারা চালাচ্ছে। তারা হাইকোর্টের নির্দশেও মানছেনা। পর পর দুইবার স্থিতাদেশ দেয়ার পরও তারা তা উপেক্ষা করে জাহাজ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে কর্ণফুলি শীপ বিল্ডার্স কর্তৃপক্ষের অপচেষ্টা কোনদিনই সফল হতে দিবনা। মাফুর সম্পত্তি বুঝিয়ে না দেয়া হলে আরো বৃহৎ কর্মসূচীর উদ্যোগ নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত