করোনার ২য় ডোজ নিলেন অয়ন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কোভিড১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালনা পর্ষদ এর ব্যবস্থাপনা পরিচালক ইমতিনান ওসমান অয়ন (অয়ন ওসমান) আজ ১৩ই এপ্রিল মঙ্গলবার শহরের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালের কোভিড টিকা দান কেন্দ্রে ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজটি গ্রহন করেন তিনি।

সময় তিনি যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি গ্রহণ করার আহবান জানান। এছাড়া সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ যাবতীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশনা দেন।

উল্লেখ্য, এর আগে গত ২৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেছিলেন তিনি।

add-content

আরও খবর

পঠিত