নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনার টিকা (ভ্যাকসিন) নিয়েছেন টিম খোরশেদের নারী টিমের সমন্বয়কারী এনায়েতনগর ইউনিয়নের সদস্য, স্বেচ্ছাসেবক রোজিনা আক্তার ও টিম খোরশেদের দাফন টিমের অন্যতম সদস্য আনোয়ার হোসেন। ১৭ই ফেব্রুয়ারি বুধবার তারা এই টিকা গ্রহন করেন।
এ সময় টিম খোরশেদের সদস্যরা জানান, ধারাবাহিক ভাবে টিম খোরশেদের অন্যান্য সদস্যরাও ভ্যাকসিন গ্রহন করবেন।
উল্লেখ্য, এর আগে গত জুন মাসে যখন করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করার কথা ছিল তখনই টিম খোরশেদ লিখিত ভাবে রোজিনা আক্তার ও আনোয়ার মাহমুদ বকুল স্বইচ্ছায় হিউম্যান ট্রায়ালে অংশ নিতে ইচ্ছুক বলে জেলা প্রশাসনকে জানিয়েছিল।