নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদ দাতা ) : মো. কবির হোসেন বিকেএমইএ পরিচালক নির্বাচিত হওয়ায় মিষ্টি বিতরণ করেছেন হোসিয়ারী মালিক সমিতি ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নয়ামাটি হোসিয়ারী মালিক সমিতির কার্যলয়ে বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে মিষ্টি কিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব শাহাজালাল, সহ-সভাপতি (এসোসিয়েট) সাইদ আহমেদ স্বপন, সাবেক পরিচালক আনোয়ার হোসেন, সাবেক পরিচালক বাবু সুশান্ত চৗধুরী, মো. আক্তার হোসেন, মো. মনির হোসেন, মো. মোশারফ হোসেন, মো. বিল্লাল হোসেন, মো. লিটন, বিদ্যুত, মো. ওবায়দুল্লাহ হোসেন সহ ব্যবসায়ী ও অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মো. কবির হোসেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি (জেনারেল) এবং সৃষ্টি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক।