ঐক্য থাকলে অপশক্তি দাড়াতে পারবে না : প্রেসক্লাব সহ-সভাপতি জীবন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও গাবতলী সমাজ উন্নয়ন সংসদের সভাপতি রফিকুল ইসলাম জীবন বলেছেন, মাঝে মাঝেই আমাদের এ ধরনের অনুষ্ঠান হওয়া দরকার। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি একসাথে হতে পারি এটা এলাকার জন্য খুবই ভালো। কেননা আমরা যে ঐক্যবদ্ধ আছি এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে সেই চিত্রটা ফুটে উঠে এবং ঐক্যবদ্ধ থাকার কারণে কেনো অপশক্তি মাথাচাড়া দিয়ে দাড়াতে পারবে না। পবিত্র মাহে রমজানের সম্মানে গাবতলী যুব সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ শনিবার সন্ধ্যায় নগরীর জামতলায় মেলা ফুড ভিলেজ রেষ্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, মুরুব্বীদের একত্রে দেখলে অপশক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে ভয় পায়। তারা কোনো অপকর্ম করতে সাহস পায় না। আজকে যারা এ আয়োজন করেছে সেই যুবসমাজকে আন্তরিক ধন্যবাদ। একইসাথে কামরুল মেম্বারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কামরুল মেম্বার বলেন, আমরা চেষ্টা করবো যাতে মাঝে মাঝেই এ ধরনের প্রোগ্রাম করার। একইসাথে যুবসমাজের উদ্দেশ্যে বলবো, তোমরা সবাই একসাথে থাকো, অন্যায়ের প্রতিবাদ করো, আমরা তোমাদের সাথে আছি। গাবতলী-ইসদাইর, এনায়েতনগরসহ পুরো ফতুল্লা থানা এলাকায় কোনো অপশক্তিকে কোনো অপকর্ম করতে দেয়া হবে না।

গাবতলী যুব সংগঠনের সভাপতি কাজী রাকিব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ড মেম্বার সালাউদ্দিন, ৯নং ওয়ার্ড মেম্বার কামরুল হাসান, বিশিষ্ট সমাজ সেবক হাজী আঃ লতিফ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও গাবতলী সমাজ উন্নয়ন সংসদের সভাপতি রফিকুল ইসলাম জীবন, বিশিষ্ট সমাজ সেবক ও গাবতলী সমাজ উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক কাজী এনামুল ফেরদৌস মনা প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত