নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা । আর এ পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের অভিভাবকরা ভিড় জমায় কেন্দ্রের আশে পাশে। তবে তাদের বসার জন্য পর্যাপ্ত স্থান না থাকায় তারা কখনো রাস্তায়, দোকানে কখনো বা খোলা মাঠে বসেই সময় কাটিয়ে দেয়। তবে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে সাহযোগীতায় এগিয়ে এসেছে নারায়ণগঞ্জ ইসদাইর ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী।
শনিবার (২ ফেব্রুয়ারি) শহরের ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে দেখা গিয়েছে তরুণদের এমন মহৎ উদ্যোগ। সেখানে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের নিরাপত্তা ও সেবার জন্য বৃহত্তর ইসদাইর ছাত্রলীগ এই উদ্যোগ নেয়। ইতোমধ্যেই অভিভাবদের সুবিধার্থে ১০টি ছাতা, ১০০ চেয়ার ও ১০০ বোতল মিনারেল ওয়াটার সরবরাহ করা হয়েছে। যা দেখে সকলেই স্বাগত জানিয়েছে এবং প্রশংসাও পেয়েছে।অভিভাবকরা জানায়, আমরা আমাদের সন্তানদের নিয়ে অনেক দূর থেকে এসেছি। সন্তানকে পরীক্ষা কেন্দ্রে রেখে পূণরায় আসাটা আমাদের জন্য অনেক কষ্টকর। তাই পরীক্ষা কেন্দ্রের বাহিরে রাস্তায়, দোকানে দাড়িয়ে অপেক্ষা করে নানাভাবে সময় কাটাতে হয়। এমনসময় আমাদের জন্য বসার স্থান ও তৃষ্ণা মিটাতে পানির ব্যবস্থা করায় আমরা সত্যিই অভিভূত। ছাত্রলীগ এমন উদ্যোগ নেয়ায় আমরা স্বস্তি পেয়েছি। তাদের জন্য আমরা অন্তস্থল থেকে দোয়া করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উদ্যোক্তারা জানায়, যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করছি অভিবাবকদের সেবা দিতে। আমরা এই উদ্যোগটির মাধ্যমে অভিবাবক বা স্টুডেন্টদের সেবা দিতে পাশে থাকবো। ভবিষ্যতেও মানব সেবায় ছাত্রলীগ এভাবেই কাজ করবে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান পুত্র এড.অয়ন ওসমানের দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ ছাত্রলীগ। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, থানা পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন সেবামূলক কাজ করে ভূয়ষী প্রশংসা অর্জন করছে। তারই পক্ষে বৃহত্তর ইসদাইর ছাত্রলীগের সোহানুর রহমান (শুভ্র), রাইসুল আহম্মেদ রবিন, মামুন, আবির, রহিম সহ অন্যান্যরা এই কাজে এগিয়ে আসেন।