নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ শাখার এপোজি শো-রুম উদ্বোধন করলেন প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। ২৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্নে এনএস টাওয়ারের নিচতলায় অবস্থিত শো-রুমটি উদ্ধোধন করা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করে এপোজি শো-রুম।
এ বিষয়ে এপোজি প্রতিষ্ঠানের মালিক খায়রুল ইসলাম ডেনী জানান, শো-রুমটিতে বাইরে থেকে আনা আমদানীকৃত জেন্টস এবং লেডিসদের জন্য ব্যাগ সহ বিভিন্ন ধরনের পন্যসাগ্রী রয়েছে। এছাড়াও শিশুদের জন্য রয়েছে স্পাইডার ম্যান, সুপার ম্যান জ্যাকেট সহ বিভিন্ন গ্যাজেটের সমাহার।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি
তরিকুল ইসলাম লিমন, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ৩৮১০) এর সাধারণ সম্পাদক মো. মোস্তফা ভান্ডারী, নাসিম ওসমান ফাউন্ডেশন এর মনির, সনেট, রাসেল, বাবু, মুন্না, সজিব সহ আরো অনেকেই।