নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি): গতবুধবার রাতে মাসদাইর বাড়ৈইভোগ ফারিয়া মোড়ে মারামারির ঘটনায় সাব্বির আলমকে জড়ানোর চেষ্টা সহ ভুল তথ্য দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করে বিভ্রান্ত ছড়াচ্ছে বলে দাবী করেছেন সাব্বির আলম। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে জানান, সন্ত্রাসী ফৈরদৌসকে কারা বা কে শেল্টার দিচ্ছে তার সুষ্ঠ তদন্ত করলেই পরিস্কার হয়ে যাবে।
তিনি আরো বলেন, এক সময় সে আমাদের বাসায় ভাড়া থাকতো। বিভিন্ন মানুষ তার বিরুদ্ধে অভিযোগ দিলে তাকে ঐদিনই বাসা থেকে বের করে দেই এরপর সে স্থানীয় একজনের শেল্টার নিয়ে সন্ত্রাসী ফৈরদৌস বাহিনী আমার দোকানে হামালা ও বাসা বাড়ীতে হামলা করে এবং ব্যাপক ক্ষতি সাধন করে।পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করি ও সন্ত্রাসী হামলার ভিডিও ফুটেজ জমা দেই।
কিছুদিন পর সন্ত্রাসী ফৈরদৌসকে থানা পুলিশ গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার শেল্টার দাতার নাম প্রকাশ করে।সেই মামলায় দীর্ঘদিন জেল খেটে জামিনে এসে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। এখন সেই জের ধরে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করছে আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।