নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পার্ঘ অপর্ণ করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। এ সময় মহানগর যুবদল সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুর নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী শহীদ ভাষা সৈনিকদের ও শহীদ জিয়ার স্বরণে এবং খালেদা জিয়ার মুক্তির দাবীতে শ্লোগান দেয়। মুহু মুহু শ্লোগানে শহীদ মিনার ও শহর প্রকম্পিত হয়ে উঠে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে একটি মিছিল নিয়ে চাষাড়া বিজয় স্তম্ব চত্বর প্রদক্ষিন করে কালিরবাজারে শেষ করে। মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে মহানগর যুবদল সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ১৯৫২ ও ১৯৭১ সালে যুব সমাজ যে ভাবে মায়ের ভাষা ও স্বাধীনতার জন্য রাজপথে নেমে এসেছিল, বুকের তাজা রক্ত দিয়ে পাক হানাদারের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলেছিল তেমনি এখন আবার সময় এসেছে গনতন্ত্র পুনুরুদ্ধার, জবাবদিহী মূলক শাষন প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।